শোল্লা স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ। সুদক্ষ নাগরিক সৃষ্টিতে সৃজনশীল চেতনা বিকাশে ছাত্র-ছাত্রীরা স্বীয় মেধাশক্তিকে কাজে লাগিযে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। সৃষ্টির ঊষালগ্ন হতে শিক্ষার আলোই মানুষকে চলার পথ দেখিয়েছে। তাইতো জীবনের মানোন্নয়নে ও সভ্যতার বিকাশে শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষা বলতে প্রথমেই যে কথাটি আসে তা হলো শিক্ষক। শিক্ষকের দক্ষতা, নিষ্ঠা আর প্রচেষ্টার উপরই নির্ভর করে শিক্ষার গুনগত উৎকর্ষতা। কোন ব্যক্তি বা মানুষকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তার মেধা, মননশীলতা চিন্তার উৎকর্ষ সাধনে গভীর পর্যবেক্ষনে ধীশক্তি অর্জনে এবং শৃজনশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT