Please wait...
  • +880 1716599035
  • +880 1716599035
This is logo

নোটিশ
শোল্লা স্কুল এন্ড  কলেজে স্বাগতম

শোল্লা স্কুল এন্ড  কলেজে স্বাগতম

শোল্লা স্কুল এন্ড কলেজ ফরিদগঞ্জ উপজেলার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । স্কুল এন্ড কলেজটি সাফল্যের ধারাবাহিকতায় অত্র অঞ্চলের সেরা স্কুলের স্বীকৃতি পেয়ে আসছে। অবস্থান: স্কুল এন্ড কলেজটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের শোল্লা গ্রামে অবস্থিত। ঢাকা- চাঁদপুর মহাসড়কে হাজীগঞ্জ থেকে মাত্র ৮ কি.মি. দূরে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে কলেজটি গড়ে উঠেছে। কলেজের ইতিহাস: এই স্কুল এন্ড কলেজটির প্রতিষ্ঠার সঠিক ইতিহাস এর আর্কইব থেকে উদ্ধার করা হয়েছে। এই অঞ্চলে ১৯১৪-১৯১৭ সনে ব্রিটিশ সরকার কতৃক Cadastral Survey (CS) এর যে পর্চা পাওয়া গেছে সেখানে দেখা যায় তৎকালীন শোল্লা চৌধুরী বাড়ির বিদ্যুৎসাহী জমিদার সর্বজনাব মরহুম আব্দুল ছমেদ চৌধুরী গং, নোয়াব আলী চৌধুরী গং, ইউছুফ আলী চৌধুরী গং ও মহম্মদ হানিপ চৌধুরী গং সমহিসাবে ২১৯ নং শোল্লা মৌজার মোট ৪৭ (সাত চল্লিশ ) শতাংশ ভূমি ভারত সম্রাটের শিক্ষা বিভাগ কে শোল্লা স্কুলের নামে মধ্যস্বত্ত চিরস্থায়ী হিসাবে বন্দোবস্ত দেন। সেই সময় জেলা ছিল ত্রিপুরা এবং থানা ছিল চাঁদপুর । কালের পরিক্রমায় শিক্ষা বিস্তারকে অত্রস্থানে অব্যহত রাখতে গিয়ে রাষট্র বা সামাজিক চাহিদার অথবা সমাজপতিদের খেয়াল অনুসারে বিভিন্ন নামে পরিচিতির বতমান ধাপে অত্র প্রতিষ্ঠান শোল্লা স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠিত। Cadastral Survey (CS) অনুসারে ইহার প্রতিষ্ঠার সাল ১৯১৫ বা তারও পূর্বে। সার্ভে চলাকালীন যেহেতু প্রতিষ্ঠান টি সোল্লা স্কুল নামে বিদ্যমান ছিল তাই ইহার প্রতিষ্ঠার সাল ১৯১৫ অনেকটাই গ্রহনযোগ্য। তারপর ও কোন জ্ঞানী ও ইতিহাস সচেতন ব্যক্তি যদি ইহার আরও সঠিক তথ্য দিতে পারেন তা আমরা সাদরে গ্রহন করব।যে জাতি তার ইতিহাস হারিয়ে ফেলে তারা সামনে অগ্রসর হতে পারেনা।আমদের হাতে থাকা তথ্যের সঠিকতা প্রমানের জন্য আমদের ফেসবুক www.facebook/shollaschoolandcollege সাইট এ তৎকালিন পর্চার ইমেজ দিলাম আশা করি এতে সকলে সচ্চ ধারনা পাবেন।আজকের এই সংঙ্কিপ্ত লিখনিতে কাহাকেও বাদ দিয়ে থাকলে আমরা ক্ষমাপারথী। তবে ভবিষ্যতে আমরা অত্র প্রতিষ্ঠান-এর পরিপূর্ণ ইতিহাস দেওয়ার ব্যাপারে সচেষ্ঠ রয়েছি। পাঠাগার : শোল্লা স্কুল এন্ড কলেজ এ একটি সু-সজ্জিত পাঠাগার রয়েছে। যেখানে আছে দেশী – বিদেশী অসংখ্য বইয়ের সমাহার। পাঠাগারের ভিতরে সাজানো রয়েছে ভিবিন্ন কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবিদের ফটোগ্রাফি । বিনোদনের জন্য রয়েছে বড় স্কিনের টেলিভিশনের ব্যবস্থা । যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য রয়েছে দুটি কম্পিউটার । আরও রয়েছে ইংরেজী এবং বাংলা পত্রিকার সুব্যবস্থা । কম্পিউটার ল্যাবঃ শোল্লা স্কুল এন্ড কলেজ এ রয়েছে একটি সু-পরিসর কম্পিউটার ল্যাব। যেখানে রয়েছে ওয়াই-ফাই ব্যাবস্থা এবং অনেকগুলু কম্পিউটার এর সমাহার। প্রশিক্ষন এর জন্য রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলী। বিজ্ঞানাগারঃ শোল্লা স্কুল এন্ড কলেজ এ রয়েছে একটি সু- পরিসর বিজ্ঞানাগার। যেখানে রয়েছে সকল প্রকার ব্যবহারিক উপকরন এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা ব্যবহারিক ক্লাস নেয়া হয়। ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবস্থাঃ শোল্লা স্কুল এন্ড কলেজ এ রয়েছে একটি বিশাল আকারের ৮ কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ জেনারেটর এবং সৌর বিদ্যুৎ এর সু-ব্যবস্থা। যার মাধ্যমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়।